Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্য আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ৫:১৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে রোববার ভোররাতে অভিযান চালিয়ে জেএমবির তিন গায়েরে এহসার সদস্যকে জেহাদি বইসহ আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হল- শিবগঞ্জ উপজেলার ধোবড়া মতিবাজার গ্রামের মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)। এসময় তাদের কাছ থেকে চারটি জেহাদি বই, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি টর্চ লাইট, একটি গ্যাস লাইটার, জাতীয় পরিচয়পত্র ও পানির বোতল উদ্ধার করা হয়। র‌্যাব-৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে রোববার ভোররাত তিনটার দিকে চকআলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকো সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে গোপন বৈঠক করাকালে আজিবুল হক ও সাইফুল ইসলামকে আটক করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে আজিবুল হক ও সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে তার শয়ন কক্ষের খাটের নীচে লুকানো থাকা অবস্থায় আটক করা হয়। তারা জেএমবি’র গায়েরে এহসার সদস্য। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে র‌্যাব জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ