Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় গ্রেফতার হল ভারতের খাগড়াগড় বোমা হামলা মামলার আসামী জেএমবি নেতা সাঈদ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১০:১৫ এএম | আপডেট : ১১:০৩ এএম, ৩০ ডিসেম্বর, ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলার অন্যতম আসামী মোষ্ট ওয়ান্টেড জেএমবি’র শুরা সদস্য আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামলকে পিস্তল, গুলি,চাকুসহ গ্রেফতার করেছে বগুড়ার পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টায় বগুড়ার নন্দিগ্রাম উপজেলার ওমরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশ হেড কোয়াটারের গোয়েন্দা শাখ্রা সদস্য ও বগুড়া গোয়েন্দা বিভাগের পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামল কে গ্রেফতার করে। সে জেএমবি’র শুরা সদস্য ও দক্ষিণাঞ্চলের প্রধান। নন্দিগ্রাম থেকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল, ৮ রাউন্ড গুলি, চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আবু সাঈদ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলার অন্যতম আসামী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ