Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুইমাস পর তুরস্কে ভিসা সেবা পুনরায় চালু করলো যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে মার্কিন দূতাবাস ঘোষণা করেছে যে, তারা তুর্কি নাগরিকদের জন্য স্বাভাবিক ভিসা সেবা পুনরায় চালু করছে। তারা আরো জানিয়েছে যে, আর কোনও স্থানীয় কর্মচারীকে আটক করা হবে না বলে তুরস্ক সরকারের উচ্চ পর্যায় থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে।
প্রায় দুই মাস বন্ধ রাখার পর তুরস্কে সম্পূর্ণ ভিসা সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। দেশটিতে মার্কিন দূতাবাসের এক স্থানীয় কর্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ওই সেবা বন্ধ করা হয়েছিল। তুরস্কে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি টুইট বার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য কোনও স্থানীয় কর্মচারীকে আটক বা গ্রেফতার করা হবে না বলে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলবে আঙ্কারা। আর আমাদের কোনও স্থানীয় কর্মচারীকে আটক করতে চাইলে তুর্কি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র সরকারকে তা অগ্রিম জানাবে। এই প্রতিশ্রুতির পরই তুরস্কে ভিসা সেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
দুই মাস আগে ইস্তানবুলে মার্কিন দূতাবাসে কর্মরত মেতিন তোপুজকে ফেতুল্লা গুলেন সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। গত বছর তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পেছনে সংগঠনটিকে দায়ী করে আসছে তুর্কি সরকার। এর জবাব দিতেই গত ৮ অক্টোবর তুর্কি নাগরিকদের জন্য অ-অভিবাসী ভিসা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। এনিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্রে তুর্কি দূতাবাস ভিসা সেবা পুনরায় করলে ৪ নভেম্বর সীমিত পর্যায়ে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শুরু করেছিল মার্কিন দূতাবাস। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ