Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

২ মাস পর মিয়ানমারে মুক্তি পেলেন ৪ সংবাদকর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ২:৪৭ পিএম

মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দেশটির পার্লামেন্টের কাছে হেলিকপ্টার থেকে ড্রোন দিয়ে ছবি তোলার দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি দুই সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে মুক্তি দেয়া হয়েছে। ২ মাস আটক থাকার পর আজ তাদের মুক্তি দেয়া হয়।
তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টার্কিশ রেডিও ও টেলিভিশনের ক্যামেরা পারসন লাউ হন মেং, প্রতিবেদক মক চাই লিন ও তাদের স্থানীয় দোভাষী অং নাইং সোয়ে ও চালক হ্লা থিওকে মুক্তি দেয় মিয়ানমার।
শুক্রবার সকালে মুক্তিপ্রাপ্তদের মধ্যে দোভাষী ও গাড়িচালক জেল থেকে ছাড়া পেয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
গত ১১ নভেম্বর মিয়ানমারের একটি আদালত এই চারজনকে দুই মাসের কারাদণ্ড দেয়। তবে এ সাজার প্রেক্ষিততে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এদিকে, গত ২৭ ডিসেম্বর দুই বিদেশি সাংবাদিক সিঙ্গাপুরের নাগরিক লাউ ও মালয়েশিয়ার বাসিন্দা মক চাই লিনকে ১৫ দিনের রিমাণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত।
গত ২৩ অক্টোবর ওই দুই বিদেশি সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আমদানি-রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এতে অপরাধ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত জেল হতে পারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ