Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ২:১৫ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তার পাশ থেকে সোহাগ খান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি জমির বিরোধে সোহাগকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকার রাস্তার পাশ সোহাগের লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগ খান মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের প্রয়াত ইসাহাক খানের ছেলে।
নিহতের মা জাহানারা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খাবার খেয়ে আমি ও আমার ছেলে সোহাগ ঘুমিয়ে পড়ি। রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমার ছেলে সোহাগের মুঠোফোনে একটি ফোন আসে। সোহাগ ফোনটি রিসিভ করলে তাকে বাইরে যেতে বলে। এরপর সোহাগ আর বাড়িতে ফেরেনি। সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। আমার স্বামী মারা যাওয়ার পর আমার সতীনের ছেলে ওবায়দুল খানের সাথে পৈত্রিক জমি নিয়ে বিরোধ হয়। জমির বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ছিল। এই নিয়ে বিভিন্ন সময়ে সৎভাই ওবায়দুল সোহাগকে হুমকি ধমকি দেয়। সেই বিবাদের জের ধরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে সোহাগের সৎ ভাই ওবায়দুল খান সোহাগকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের মা দাবি করেছেন। যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের বিচার দাবি করেন তিনি।
নিহতের সৎভাই ওবায়দুল খান জমির বিরোধের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমার সৎ ভাই সোহাগ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে রাস্তার পাশ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু রাস্তার পাশ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে তাই এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ