মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান রন পল একথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বছরের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি এখন কল্পনার বস্তু। পাশাপাশি মার্কিন রাজনৈতিক ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে; ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের যেভাবে পতন হয়েছে সেই একইভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিরও পতন হতে যাচ্ছে। গত মঙ্গলবার ওয়াশিংটন এক্সামিনার’কে দেয়া সাক্ষাৎকারে রন পল এসব কথা বলেন। তিনি বলেন, বিশাল ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি এবং অসমতা মার্কিন সমাজে ব্যাপক গোলযোগের সৃষ্টি করতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেন, ’৮৯ সালে যেভাবে সোভিয়েত ইউনিয়ন ধসে পড়েছে আমরা ঠিক অমন কিছুর মুখে রয়েছি। রিপাবলিকান দলের সাবেক আইনপ্রণেতা ও টেক্সাসের গভর্নর রন পল বলেন, তিনি মনে করেন না তার দেশ ভেঙে কয়েকটি দেশ সৃষ্টি হবে, তবে মার্কিন মুদ্রা নীতি ও বহির্বিশ্বে মার্কিন সাম্রাজ্যের অবসান ঘটবে। তিনি মার্কিন অর্থনীতিকে ফাঁপা অর্থনীতি বলেও মন্তব্য করেন এবং তা ধসে পড়তে যাচ্ছে বলে আশংকা করেন। এর আগে রন পল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ছুটে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের যুদ্ধ হলে তাতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র শাসনের মেয়াদ ফুরাবে বলেও ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ইরান বা উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে সংঘাত উসকে দিয়ে নিজ নির্বাচনী প্রতিশ্রæতি ট্রাম্প ভঙ্গ করেছেন। ট্রাম্প অন্তত একটি বা দু’টি ধ্বংসাত্মক যুদ্ধের দিয়ে এগিয়ে চলেছেন। উত্তর কোরিয়া না ইরান কার সঙ্গে তিনি যুদ্ধে যাবেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বলেও জানান তিনি। নিজ ওয়েবসাইট রন পল ইন্সটিটিউট ফর পিস অ্যান্ড প্রসপারিটিতে প্রকাশিত নিবন্ধে এ সব কথা বলেন ৮১ বছর বয়সী রন পল। ওয়াশিংটন এক্সামিনার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।