Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ভূখন্ডের সৃষ্টি

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তরজমা : আকিব শিকদার

রোকে ডালটন
রোকে ডালটন। জন্ম ১৯৩৫ সালে। লাতিন আমেরিকার-এল সালভাদরের-লড়াকু কম্যুনিস্ট কবি। ১৯৫৫ সালে নিজ দেশে তিনি কম্যুনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৭৫ সালে তাঁর মৃত্যু হয়।

কেবল তো শুরু

আমার সুহৃদু, এক সম্ভাব্য কবি,
মধ্যবিত্ত বুদ্ধিজীবীর হা-হুতাশকে
এভাবে করলেন চিত্রায়িত:
‘আমি তো বুর্জোয়ার কয়েদবন্দী,
তা ছাড়া আমি আর কীই বা হতে পেরেছি।’

এদিকে মহান বের্টোল্ট ব্রেখট,
কম্যুনিস্ট, জর্মন নাট্যকার ও কবি
(পদবিক্রমটা ঠিক এমনি) লিখেছিলেন:
‘ব্যাংক প্রতিষ্ঠার অপরাধের তুলনায়
ব্যাংক ডাকাতি তেমন কি আর মন্দ কাজ?’

এ থেকে আমি যে উপসংহার টানি, তা দাড়ায়:
নিজেকে অতিক্রম করতে গিয়ে
যদি মধ্যবিত্ত বুদ্ধিজীবী
ব্যাংক ডাকাতি করেই ফেলে
তবে বলতে হবে সে তেমন কিছুই করেনি
কেবল নিজেকে একশ’ বছরের ক্ষমা
পাইয়ে দেওয়া ছাড়া।

জ্যাসপার গার্সিয়া লাভিয়ানা

জ্যাসপার গার্সিয়া লাভিয়ানা। জন্ম ১৯৪১ সালে। নিকারাগুয়ার ধর্মযাজক, কবি। লাভিয়ানা গ্রামের কৃষক ও দরিদ্র জনসাধারণের ভেতরে কাজ করতে গিয়ে অবর্ণনীয় শোষণ ও অত্যাচার প্রত্যক্ষ করে সেসবের প্রচন্ড সমালোচক হয়ে ওঠেন। ১৯৭৮ সালে কোস্টারিকা সীমান্তে সান্দানিস্তা গেরিলা বাহিনীর হাতে তিনি নিহত হন।


সরোবরে ধ্যান

নদীতীরে ধ্যানস্থ এই তোমার থেকে আমি বহু দূরে
সুরচ্যুত স্বরলিপি বাঁধছি এখন পূণরায় সুরে সুরে

অবিরাম ঢেউ বুনছি নিবিড় শব্দ ফুরে ছন্দে ও ভাষায়
যেমন ছিল সে লিপি পেলাম ফেরত পূন তরঙ্গ আসায়

সরোবর ফের পাঠ করে যায়
জল নাচিয়ে ফেনায় ফেনায়

আবার বলে এবং আবার কন্ঠে তুলে সেই নাম অবিরাম
মুক্তি মুক্তি মুক্তি মুক্তি মুক্তির সংগ্রাম মুক্তির সংগ্রাম!


জোসে লুই কোয়েসাদা

জোসে লুই কোয়েসাদার জন্ম ১৯৪৮সালে হন্ডুরাসে। ১৯৭৪ এ তাঁর প্রথম বই প্রকাশের পর পরই নিজ দেশ হন্ডুরাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেন প্রতিভাবান এই কবি। ১৯৮০ সালে হন্ডুরাসের ইউনিভার্সিটি অব হন্ডুরাস পোয়েট্রি পুরস্কারে ভূষিত হন এই স্বনামখ্যাত কবি।

দুরারোগ্য প্রেম

তোমার নাম ছাপা হয় না
দৈনিকে বা সাময়িকপত্রে।
মেলে তোমার নামে কটুক্তির গন্ধও কদাচিৎ।
কে-ই বা বিষাদের কাহিণী শোনায় তোমাকে ভেবে,
ভিনদেশিরা মনেই রাখে না তুমি আছো,
কিন্তু আমি তোমায় রাখি অনুভবে
হন্ডুরাস, আমার ক্ষীণ গিরিখাত, আমার নিয়তি, আমার শৃংখল।
ঠোঁট থেকে এই উষ্ণ পানপাত্র সরিয়ে নিও না আমার,
জানি তোমার কটুগন্ধ আছে,
তবু তোমার থেকে আমায় কোরো না ছিন্ন!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন