Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে ধর্ষণ ঘটনা এড়িয়ে গেলেন সু চি

মিয়ানমারে রয়টার্স সাংবাদিকরা আরও ১৪ দিনের রিমান্ডে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের এক কর্মকর্তার সঙ্গে সা¤প্রতিক এক বৈঠকে রাখাইনে সেনাদের হাতে রোহিঙ্গা নারীদের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ প্রসঙ্গে বলতে রাজি হননি মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। আর সেকারণে ৪৫ মিনিটের ওই বৈঠকে কোনও ফলপ্রসূ আলোচনা করা যায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের ওই বিশেষ দূত। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এমন হতাশা প্রকাশ করেছেন প্রামিলা প্যাটেন নামের জাতিসংঘের ওই কর্মকর্তা। সেই চিঠিটি দেখতে পাওয়ার দাবি করে গতকাল বুধবার খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। প্রামিলা প্যাটেন হলেন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যৌন নিপীড়নের ঘটনা পর্যবেক্ষণকারী জাতিসংঘের বিশেষ দূত। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনি চারদিনের জন্য মিয়ানমার সফরে যান। সেসময় মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকও করেছেন তিনি। গত সপ্তাহে এই নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি লিখেছেন প্রামিলা। তিনি জানান, সু চি’র সঙ্গে তার ৪৫ মিনিট ধরে আলোচনা হলেও বৈঠকটি কার্যত ব্যর্থ হয়েছে; কারণ রাখাইনে নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা নারী ও কিশোরীদের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগগুলো নিয়ে কথা বলতে চাইলে তা এড়িয়ে গেছেন সু চি। প্রামিলার দাবি, এটি কেবলই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। প্রামিলা প্যাটেন জানান, তার সঙ্গে বৈঠকেও রাখাইনে রোহিঙ্গা নারীদের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে বলতে অস্বীকৃতি জানিয়েছেন সু চি। জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিতে প্রামিলা লিখেছেন: মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি হয়েছে তা ছিল ৪৫ মিনিটের সৌজন্য সাক্ষাৎ। দুর্ভাগ্যজনকভাবে এটি ফলপ্রসূ আলোচনা ছিল না। জাতিসংঘের এই দূত জানান, রোহিঙ্গা নারীদের নিপীড়ন প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে সু চি তাকে বলেছেন প্রামিলার সঙ্গে মিয়ানমারের কর্মকর্তাদের আরও কয়েকটি ‘ভালো বৈঠক’ আছে এবং তিনি তা উপভোগ করবেন। প্রামিলার দাবি, ওইসব বৈঠকেও মিয়ানমারের কর্মকর্তারা নিপীড়নের অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, আন্তর্জাতিক স¤প্রদায় একে অতিরঞ্জিত করেছে। যারা মিয়ানমার থেকে পালিয়ে গেছে তাদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংযোগ রয়েছে বলে পাল্টা দাবি করেছে তারা। মিয়ানমারে উপনিবেশিক আমলের দাফতরিক গোপনীয়তা আইনের মামলায় গ্রেফতারকৃত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আরও ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার তাদেরকে আদালতে হাজির করার পর এ রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আদালতে হাজিরের সময় গ্রেফতার সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ি উ’কে পরিবার ও আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়। ১২ ডিসেম্বর আটকের পর প্রথমবারের মতো তাদের এ সুযোগ দেওয়া হল। তবে আদালতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ