Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের পদাবলী

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কবিতা
কালীপদ দাস
তুমি আছ তাই

তুমি আছে তাই... তুমি আছ তাই
সকালগুলো এত সুন্দর হয়, তুমি আছো তাই স্বপ্নগুলো
এমন সত্য হয় তুমি আছ তাই, মিথ্যে স্বপ্নে এখনও ভরসা পাই
তুমি আছ তাই রাতের আঁধারও, এমন শিল্পময় তুমি আছ তাই
এখনও রাজা সাজতে ইচ্ছে হয়, তুমি আমার ভোরের আকাশ,
তুমি আমার প্রথম সকাল, তোমার জন্যই এমন করে
মাতাল হাওয়া বয় তোমার জন্যই বলতে পারি
পৃথিবী ছন্দময় তোমার জন্যই শর্ত ছাড়া
নিত্য ধরি বাজি তোমার জন্যই স্বপ্ন দেখে
হারতে হই রাজি তুমি আছ তাই, সকালগুলো এত সুন্দর হয়
তুমি আছো তাই স্বপ্নগুলো এমন সত্য হয়।

আব্দুস সালাম
অমানিশার সঙ্গী

সদ্যফোটা কুসুমের মতো প্রিয়ার সুরভীতে মুগ্ধ
সৌন্দর্য পিয়াসিদের চিত্ত
কৈশোরের আঙ্গিনা পেরুবার পূর্বেই
যুগলবন্ধনে আবদ্ধ হয় প্রিয়’র লালিত স্বপ্ন পূরণে
বিত্তবৈভবের অতল সাগরে নিমজ্জিত হওয়ায়
আনন্দ অশ্রæতে স্নাত হয় প্রিয়জনরা
সহজাত প্রবৃত্তিগুলো শৃঙ্খল ভাঙার ব্যর্থ প্রয়াসে
নৃত্যে ক্লান্ত হয়ে স্বপ্নের পালংঙ্কে এলিয়ে পড়ে
অতৃপ্তির বাসনা হৃদয়ের গভীরে বাসা বেঁধে
ঘুণপোকার মতো কুরে কুরে খায় প্রিয়াকে
ভালোলাগার ইচ্ছেগুলো পদপিষ্ট হয়ে ক্রন্দনে


বুকের বসন সিক্ত করে
আর তনুর প্রতিটি কণা রোমন্থনে প্রাপ্ত নির্যাস
শুষে নিতে উলঙ্গ নৃত্যে মত্ত আঁধারের সঙ্গী
প্রিয়ার সুখ অবগাহন করার ক্ষমতাগুলো
বসন্তের পূর্বেই পত্র-পল্ল­বের মতো মৃত্যু হয় একে একে
জানালার গ্রিলে মাথা স্পর্শ করে যখন দূর আকাশের
নীলিমায় শান্তির নীড় খোঁজে প্রিয়ার দু’চোখ
ঠিক তখনই দিনের আলো নিষ্প্রভ হয়ে
আঁধারের বেশ ধারণ করে
আবার ফিরে আসে রুদ্ররূপে অমানিশার সঙ্গী
যন্ত্রণাফুলের ডালি সাজিয়ে
এভাবেই সুখের প্রাচুর্যের মধ্যে কেটে যায়
প্রিয়ার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহুর্ত।

রেহানা পারভীন
নুনের আবাদ

কার্তিকের ¤øান দিনে
কৃষকের ঝুল-বারান্দায় ক্লান্ত পায়ে
হেটে আসে মেঘের আমাবস্যা
ধূ ধূ মাঠ দেখলে কৃষকের
বুকের পাঁজরে থেমে আসে বরফশিতল কষ্ট
শূন্য হাতের দৈন্যতায় ডুবে ডুবে
কৃষকের মাছরাঙার বাসার মত একজোড়া
চোখে জমাহয় মরা ফসলি ক্ষেতের তাজা দুঃখ
কৃষকের ঘরে বারোমাসি আবাদ
অভাবের কার্তিকের পোড়া কলিজায়
নুন মাখতে মাখতে কৃষকেরা ভুলে যায়
তাদের চোখের ভেতর নুননের আবাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন