মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাস তিনেক আগে সউদী আরবে নারীদের ওপর থেকে গাড়ি চালানোর বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আর এখন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নারীরা ট্রাক ও মোটর সাইকেল চালানোর অনুমতিও পেতে যাচ্ছেন। গেল সেপ্টেম্বরে বাদশাহ সালমান একটি ডিক্রি জারি করেন, যেখানে বলা হয়- আসছে জুন থেকে গাড়ি চালাতে পারবেন সউদী নারীরা। দ্য সউদী জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক শুক্রবার পরিবর্তিত নিয়ম-নীতি নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, মোটর সাইকেল ও ট্রাক চালানোর অনুমতিও পাচ্ছেন সউদী নারীরা। ডিক্রি অনুযায়ী গাড়ি চালানো সংক্রান্ত আইন নারী ও পুরুষের জন্য একই হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।