Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যায় সিদ্ধান্ত বাতিলে নিরাপত্তা কাউন্সিলে যাব : এরদোগান

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির সিদ্ধান্ত বাতিলের জন্য তুরস্কের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত শুক্রবার কনোয়া রাজ্যের সেন্ট্রাল আনাতোলিয়া শহরে এক টেলিকনফারেন্সের মাধ্যমে জনতার উদ্দেশে এরদোগান এই কথা বলেন। দুই দিন আগে ইস্তাম্বুলে মুসলিম নেতাদের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানান এবং ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার বিশ্বের প্রতি আহŸান জানান। এরদোগান বলেন, এই অন্যায় সিদ্ধান্ত বাতিলের জন্য আমরা প্রথমত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পেশ করব এবং যদি সেখানে কোনো ভেটো আসে, তাহলে আমরা জেনারেল অ্যাসেম্বলিতে যাব। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হওয়ায় দেশটির হাতে ভেটো ক্ষমতা রয়েছে। এই কারণে নিরাপত্তা পরিষদে ওয়াশিংটনের সিদ্ধান্ত বাতিলের যেকোনো পদক্ষেপ বাধার সম্মুখীন হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান-এই তিন ধর্মের মানুষের কাছেই জেরুজালেম অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রাচীন এই শহরটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং কয়েক দশক ধরে ইসরাইল-ফিলিস্তিনি দ্ব›েদ্বর কেন্দ্রবিন্দু মূলত এই স্থানটি ঘিরেই। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইহুদিবাদী দেশটি পূর্ব জেরুজালেম দখল করে এবং পরবর্তীতে এটিকে ইসরাইলের সঙ্গে একত্রিত করে। যদিও ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। ট্রাম্পের সিদ্ধান্ত গত কয়েক দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক ঐক্যমত্য হচ্ছে যে, শহরটির অবস্থা বজায় রাখতে ইসরাইলি-ফিলিস্তিনি আলোচনা অব্যাহত রাখতে হবে। ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে মুসলিম দেশসমূহের পাশাপাশি ইসরাইলের ঘনিষ্ট ইউরোপীয় মিত্ররাও কঠোর সমালোচনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। রয়টার্স।



 

Show all comments
  • তারেক মাহমুদ ১৭ ডিসেম্বর, ২০১৭, ৩:৩৭ এএম says : 0
    মুসলীম বিশ্ব এক না হলে কোন দাবিই আদায় হবে না।
    Total Reply(0) Reply
  • Dewan Alamgir Hossain ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:২০ পিএম says : 0
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন।
    Total Reply(0) Reply
  • Nur Muhammad ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৫ পিএম says : 0
    আমরা আছি তোমার সাথে
    Total Reply(0) Reply
  • Md Russel Hossain ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯ পিএম says : 0
    আল্লাহ্ আপনি আমাদের সবাই কে ইহুদিদের প্রতিরোধ করার তৌফিক দিন এবং আমরা যেন ইসলামের বিজয় নিয়ে আসতে পারি
    Total Reply(0) Reply
  • Obaydullah Ahmed ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৪০ পিএম says : 0
    আল্লাহ তুমিই রক্ষা করো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ