Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১৫

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১১:০২ এএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের সাথে বহিরাগতদের সাথে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন।
গতকাল রাতে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে একটি ফাস্ট ফুড দোকানে ওই ইউনিভার্সিটির ছাত্রের সঙ্গে এক বহিরাগত যুবকের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবক আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় গিয়ে ১০ থেকে ১২টি মোটরসাইকেল যোগে তার বন্ধুদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে প্রায় সাত রাউন্ড গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্ররা একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এসময় একটি ফাস্ট ফুড এর দোকান ও চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। ছাত্ররা ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ ঘটনায় আশুলিয়ার পাড়াগ্রাম ও টঙ্গাবাড়ি এলাকায় অভিযুক্তদের ধরতে রাতভর পুলিশ তল্লাশি চালিয়েছে।
এদিকে এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে চরম উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবে তার পরে আমরা বহিরাগতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো।
এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ