Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুর পদত্যাগ দাবি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাম বা ডান নয়, সৎ মানুষ চাই, রাজনীতিবিদদের দুর্নীতি থামাও, নেতানিয়াহু সরে যাও দাবিতে বিক্ষোভ


দুর্নীতির দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পদত্যাগ দাবি করেছেন দেশটির হাজার হাজার বিক্ষোভকারী। গতকাল শনিবার নেতানিয়াহু ও তার সরকারের দুর্নীতির বিরুদ্ধে টানা দ্বিতীয় সপ্তাহের মতো রাজধানী তেল আবিবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশ বলেছে, এদিন প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সপ্তাহব্যাপী চলা বিক্ষোভে বিশ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। গতকাল রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বিক্ষোভকারীরা দুর্নীতি বিরোধী এবং নেতানিয়ানিয়াহু’র পদত্যাগের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এগুলোতে লেখা ছিল দুর্নীতিকে না বলুন; বাম বা ডান নয়, আমরা সৎ মানুষ চাই; রাজনীতিবিদদের দুর্নীতিতে আমরা ক্লান্ত; দুর্নীতি থামাও; নেতানিয়াহু সরে যাও ইত্যাদি। ইসরাইলে দুর্নীতির বিরুদ্ধে সচরাচর এতো বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে রাজপথে নামতে দেখা যায় না। এক বিবৃতিতে এ বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু’র দল ক্ষমতাসীন লিকুদ পার্টি। বিবৃতিতে বলা হয়, সরকার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ঐতিহাসিক স্বীকৃতি আদায় করেছে; সেই মুহূর্তে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে আরব বিশ্বে ইসরাইল ও আমেরিকার পতাকা পুড়িয়ে বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে তেল আবিবেও বামপন্থীরা মিছিল করছে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত নভেম্বরে ষষ্ঠ দফায় সাক্ষ্য দেন নেতানিয়াহু। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে এক ধনকুবের ব্যবসায়ীর কাছ থেকে বড় অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া একটি পত্রিকাকে ডুবিয়ে দেওয়ার বিনিময়ে অন্য একটি পত্রিকায় বেশি কভারেজ পাওয়ার জন্য চুক্তির রয়েছে তার বিরুদ্ধে। তবে প্রস্তাবিত একটি খসড়া আইনে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তে যেসব তথ্য পাওয়া যাবে তা প্রকাশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। খবরে বলা হয়, তদন্তে অভিযুক্ত হলে ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগ কিংবা আগাম নির্বাচনের চাপ বাড়বে। নেতানিয়াহুর দল ডানপন্থি লিকুদ পার্টি বিক্ষোভের জন্য বামধারার দলগুলোকে দায়ী করেছে। ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা আন্তর্জাতিক চাপের মুখে প্রধানমন্ত্রীর প্রতি জোর সমর্থনের আহŸান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ মোকাবেলায় যেখানে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, বিরোধীরা সেখানে ইসরাইলকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। “জেরুজালেমের পেছনে সব জনগণকে ঐক্যবদ্ধ না করে, বিশ্বকে একতাবদ্ধ শক্তি না দেখিয়ে বামরা বিভক্তি সৃষ্টি করাকেই প্রাধান্য দিচ্ছে,” বিবৃতিতে বলে লিকুদ পার্টি। রয়টার্স।



 

Show all comments
  • মিজান লাকসামী ১১ ডিসেম্বর, ২০১৭, ১১:১৬ এএম says : 0
    ইসরাইলী জাতির উচিত ঝাড়ু মিছিল করা কারণ নেতানিয়াহুর কারণে তাদের কপালে আরো দূর্গতি আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ