মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেম ইস্যুতে শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকার নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর কিছু করতে চায় তুরস্ক ও কাতার। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে এরই মধ্যে দেশ দুটির রাষ্ট্রপ্রধানরা মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল ছানি বলেছেন, জেরুজালেম ইস্যুতে শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করে দায়িত্ব শেষ করলেই হবে না। বরং কার্যকর কিছু করতে হবে। শেখ তামিম দোহায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার সাথে আলাপে এসব কথা বলেন। কাতারের আমীর আরো বলেন, জেরুজালেম ইস্যু একটি জাতির ভাগ্য নির্ধারণী ইস্যু। এই কঠিন সময়ে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল ছানি বলেন, যুক্তরাষ্ট্রকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে সম্মিলিত প্রদক্ষেপ এবং যোগাযোগ প্রয়োজন। তিনি আরব ও মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পের সিদ্ধান্ত মোকাবেলা করার উপায় বের করতে হবে। শুধু নিন্দা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে জেরুজালেম নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় ইসলামি প্রতিক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালনের চেষ্টা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। অপর এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক স¤প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক। এর অংশ হিসেবে শনিবার ফ্রান্স, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার নেতাদের সঙ্গে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ফ্রন্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, জেরুজালেমের স্থিতিশীলতা রক্ষা করা বিশ্ব মানবতার দায়িত্ব। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মনোভাব গুরুত্বপূর্ণ। কেননা একটা ভুল পদক্ষেপের নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়বে। আলোচনায় দুই নেতা জেরুজালেম ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। একইদিন তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি’র সঙ্গে জেরুজালেম ইস্যুতে কথা বলেন। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। আগামী ১৩ ডিসেম্বর এ ইস্যুতে তুরস্কে ওআইসি’র জরুরি সম্মেলনের কথাও উল্লেখ করেন এরদোগান। আনাদোলু, মিডল ইস্ট মনিটর ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।