Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁদলেন-কাঁদালেন বাবা অ্যাডভোকেট খোকা

শাকিলের স্মরণসভায় জনতার ঢল

মো: শামসুল আলম খান | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের স্মরণে স্মরণসভায় মানুষের ঢল নেমেছিল। বিকেল গড়াতেই নগরীর টাউন হলকে কেন্দ্র করে ছিল জনতার স্রোত। ফলত স্মরণসভা পরিণত হয় জনসভায়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মুখেও উচ্চারিত হলো সেই কথা। এমপি মির্জা আজম বললেন, ‘এ স্মরণসভায় মানুষের ঢল নেমেছে। এ স্মরণসভা জনসভায় রূপান্তরিত হয়েছে। এতে বুঝা যায় শাকিল ময়মনসিংহের মানুষের মনের মানুষ ছিলেন।’
শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণসভায় নিজে কেঁদে সবাইকে কাঁদিয়েছেন স্নেহময় বাবা, প্রবীণ রাজনীতিক, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। স্মরণসভায় তিনি কেঁদেছেন হু হু করে। ছেলের জন্য বাবা’র এমন অশ্রু বিসর্জন আর আর্তনাদে সৃষ্টি হয়েছিল এক শোকাবহ পরিস্থিতির। কাঁপা কাঁপা কন্ঠে উচ্চারণ করলেন-পুত্রের স্মরণসভায় পিতার বক্তব্য এটা অনেক দুর্বিষহ যন্ত্রণার। আমি কোন কথা বলতে পারছি না। শাকিল কী ছিলেন, কেমন ছিলেন তা আপনারা জানেন। আপনারা শুধু তার জন্য দোয়া করবেন।’
মাত্র এক মিনিটের বক্তৃতায় কান্নায় ভেঙে পড়ায় অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে স্বান্তনা দিয়ে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, আমি জানতাম তিনি কাঁদবেন। তার মতো আমাদের চোখেও শ্রাবণের জলধারা। আমরা আমৃত্যু আমাদের নেতা অ্যাডভোকেট খোকা’র পাশে আছি।’
বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউন হলের শহীদ মিনারে প্রধানমন্ত্রী’র প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনি এমপি।
তিনি বলেন, নিজের জন্য নয়, দেশের ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্খার পূরণ করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হতে হবে। এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকাকে জেতাতে হবে। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আ’লীগের অর্জন ও বিএনপি’র ধ্বংসাতœক কর্মকান্ডের কথা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে।
ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, হতাশা, পাওয়া না পাওয়ার দু:খ ভুলে গিয়ে নৌকার বিজয় অর্জনের জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
সংস্কৃতিসহ বিভিন্ন জগতের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র হিসেবে শাকিল কাজ করতেন জানিয়ে দীপু মণি বলেন, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও সে ক্ষমতার অপব্যবহার করেনি।
জেলা আ’লীগ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দবির উদ্দিন ভূইয়া। এ স্মরণসভা সঞ্চালনা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আ’লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, জেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও এফবিসিসিআই’র ৩ বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, মহানগর আ’লীগের সভাপতি এহতেশামুল আলম, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু, প্রয়াত শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপি, ঢাকা মহানগর আ’লীগের নেত্রী অ্যাডভোকেট সানজিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ডা: এম.আমান উল্লাহ, সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, কেন্দ্রীয় আ’লীগের সাবেক সহ-সম্পাদক কৃষিবীদ ড. সামিউল আলম লিটন, শরীফ হাসান অনু, সিআরআই’র পরিচালক নুরুল আমিন পাঠান মিলন, জেলা আ’লীগ নেতা হুমায়ুন কবির হিমেল, এম.এ.কুদ্দুস, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, কোতোয়ালী যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী, মহানগর যুবলীগের সদস্য আজিজ বিন সোহাগ প্রমুখ।
স্মরণসভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, শাকিলকে হারিয়েছি এক বছর হয়ে গেছে। প্রধানমন্ত্রী শাকিলকে যেমন স্নেহ করতেন তেমনি অনেক আস্থা রাখতেন। শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে শাকিলের আতœা শান্তি পাবে।
শাকিলের নামে ময়মনসিংহে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা শাকিলকে স্মরণীয় করতে চাই। এ কারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২৫ কোটি টাকা ব্যয়ে এ টেক্সটাইল ইন্সটিটিউট করা হচ্ছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে চুরখাই এলাকায় ৭ একর জমির ওপর এটি গড়ে উঠবে। জেলা প্রশাসন ইতোমধ্যে জমি ও দাম নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এ প্রকল্প অনুমোদন হবে।
শাকিলের স্মৃতিচারণ করে আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, শাকিল কোন নাম নয়, স্মৃতি নয়, শাকিল একটি গল্প। সততা, গুণ, মেধা ও ক্লিন ইমেজের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। শাকিল মৃত্যুর পরেও বেঁচে আছে। সে আমাদের হৃদয়ে ছবি হয়েই থাকবে।
এ স্মরণসভায় শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, কোতোয়ালী যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মহানগর যুবলীগের সদস্য আজিজ বিন সোহাগসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা শোক মিছিল নিয়ে স্মরণসভায় আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাডভোকেট

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ