বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খানায় আটকে রেখেছে। তিনি বলেন, গণতন্ত্র পূণঃ উদ্ধার এবং গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনজীবী ফোরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বুধবার বিকালে নেত্রকোনা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচীর সভাপতির ভাষনে এসব কথা বলেন।
সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করেন, ফোরামের সদস্য এ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া। সদস্য সংগ্রহ কর্মসূচীতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ টি এম রফিকুল হক তালুকদার রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, এ্যাডভোকেট মাহফুজুল হক, এ্যাডভোকেট মীর্জা আল মাহমুদ, ব্যারিস্টার ফায়াদ জিবরান, এ্যাডভোকেট খায়রুল রশিদ খান পাঠান সাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে আনুষ্ঠানিক ভাবে ফরম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।