Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিএলএ’র ময়মনসিংহ বিভাগের উপ-মহাসচিব হলেন অ্যাডভোকেট সাদিক

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০১৫-২০১৮ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ বিভাগের উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।
আগামী ২৯ জুলাই ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন কার্যালয়ের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট সাদিক হোসেন বাংলাদেশ সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের গোলাম সারওয়ার-শাহাদাত হোসেন প্যানেল থেকে এ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের উপ-মহাসচিব পদে প্রার্থী হন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তিনি এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন এ প্যানেলের সভাপতি পদে প্রার্থী অ্যাডভোকেট গোলাম সারওয়ার। বুধবার বিকেলে মুঠোফোনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, উপ-মহাসচিব পদে নির্বাচিত অ্যাডভোকেট সাদিক হোসেন অভিযোগ করেছেন, ট্যাক্স ল’ইয়ার্স ঐক্য প্যানেলে আমার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। একইসঙ্গে আগামী ২৯ জুলাইয়ের নির্বাচনে গোলাম সারওয়ার-শাহাদাত হোসেন প্যানেলকে জয়যুক্ত করার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিএলএ’র ময়মনসিংহ বিভাগের উপ-মহাসচিব হলেন অ্যাডভোকেট সাদিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ