Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালের উত্তাপ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লিগ পর্ব শেষে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ছিল বিরতি। আজ আবার মাঠে ফিরছে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। ফিরছে আরো উত্তেজনার দামামা বাজিয়ে।
আগামী ১২ ডিসেম্বর মিরপুরস্থ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই মাঠেই অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরেপার শেষ লড়াইয়ে সেদিন কোন দুটি দল মুখোমুখি হবে? এর একটির নাম যানা যাবে আজ। দলটি কি সাকিবের ঢাকা ডায়নামাইটস নাকি তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স? তার নিষ্পত্তি হবে সন্ধ্যায় দুদলের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচের মধ্য দিয়ে।
আবার ভাগ্যের ফেরে এই দুই দলও মুখোমুখি হতে পারে ফাইনাল মঞ্চে। আজকের বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলার টিকিট হাতে পাবে। পরাজিত দল সুযোগ পাবে এলিমেনেটরে বিজয়ী দলের বিপক্ষে খেলার। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে এলিমেনেটরের সেই ম্যাচে আজ দুপুরেই মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্বের খেলা শেষ করে তামিম ইকবালের কুমিল্লা। আর ১২ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট অর্জন করে দ্বিতীয়স্থান পায় সাকিব আল হাসানের ঢাকা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হওয়ায় এক ম্যাচ বাড়তি সুবিধা পাবে তারা। তবে এলিমিনেটরের খুলনা ও রংপুরের জন্য আজ নক আউটের ম্যাচ। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পরাজিত দলকে। জয় পাওয়া অন্য দলটি টিকিট পাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের ম্যাচ খেলার জন্য।
লিগ পর্বে দু’বার একে অপরের মুখোমুখি হয় কুমিল্লা ও ঢাকা। দু’বারই জয় পায় কুমিল্লা। গত ২০ নভেম্বর ঢাকায় স্বাগতিকদের ৪ উইকেটে হারায় কুমিল্লা। এরপর গত ২৯ নভেম্বর চট্টগ্রামের মাটিতে হারায় ১২ রানে। প্রথম কোয়ালিফাইয়ারে তাই কুমিল্লা ফেভরিট মনে হলেও প্রতিশোধ নেয়ার সক্ষমতা রয়েছে ঢাকারও।
এছাড়া লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে খুলনা ও রংপুর। ২৪ নভেম্বর চট্টগ্রামে আসরের প্রথম দেখায় জয় পায় খুলনা। ৯ রানে ওই ম্যাচটি জিতে নেয় মাহমুদউল্লার দল। তবে ঢাকায় ৩ ডিসেম্বর খুলনাকে ১৯ রানের ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নেয় মাশরাফির রংপুর। এবারের বিষয়টি অবস্য ভিন্ন, হারলেই যে বেজে যাবে বিদায় ঘন্টা।
বিপিএল পঞ্চম আসরের লিগ পর্বে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্যাট হাতে দেশি ক্রিকেটাররা দু-এক ম্যাচে রান পলেও মূলত ছড়ি ঘুরিয়েছেন বিদেশী ব্যাটসম্যানরা। রান সংগ্রহের তালিকায় চোখ বোলাইে সেটা স্পষ্ট হয়। শীর্ষে পাঁচের মধ্যে আছেন কেবল রংপুরের মোহাম্মদ মিথুন। এই তালিকার শীর্ষে রংপুরের ইংলিশ অল-রাউন্ডার রবি বোপারা।
তবে বল হাতে কিন্তু সেরা পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন বাংলাদেশের বোলাররা। শীর্ষ পাঁচের সবক’টিতেই টাইগার বোলারদের নাম। যেখানে সবার শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

বিপিএলে সেরা ৫
ব্যাটসম্যান
ম্যাচ ইনি. অপ. রান গড়
বোপারা (রংপুর) ১২ ১২ ৪ ৩৬৫ ৪৫.৬২
লুইস (ঢাকা) ১০ ১০ ১ ৩৩৪ ৩৭.১১
রনকি (চট্টগ্রাম) ১১ ১১ ০ ৩২১ ২৯.১৮
ফ্লেচার (সিলেট) ১০ ১০ ১ ৩১৭ ৩৫.২২
মিথুন (রংপুর) ১২ ১২ ১ ২৯৯ ২৭.১৮


বোলার
ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
সাকিব (ঢাকা) ১১ ১১ ৩৮.৫ ২৪৬ ১৯
আবু জায়েদ (খুলনা) ১১ ১১ ৩৮.০ ৩৪৪ ১৮
সাইফউদ্দিন (কুমিল্লা) ১১ ১১ ৩৭.০ ২৭৫ ১৫
আবু হায়দার (ঢাকা) ১১ ১১ ৩৪.২ ২৫৯ ১৪
তাসকিন (চট্টগ্রাম) ১১ ১০ ৩৫.৫ ৩৩৫ ১৪

ছক্কা ও চার
ইনি. ৬ ৪
এভিন লুইস (ঢাকা) ১০ ২৩ ২৯
লুক রনকি (চট্টগ্রাম) ১১ ২১ ৩৩
কার্লোস ব্রাফেট (খুলনা) ১১ ১৮ ১৭
কাইরন পোলার্ড (ঢাকা) ৯ ১৬ ১২
ক্রিস গেইল (রংপুর) ৮ ১৫ ১৮



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনাল

১০ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ