Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানের মন্তব্যের পর ডলারের বিপরীতে তুর্কি লিরার উন্নতি

ফিলিস্তিনিদের প্রতি তুরস্কেও সমর্থন অব্যাহত থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ৮:৪২ পিএম

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ফের সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনালাপে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের সূত্র জানায়, এসময় দুই নেতা ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এরদোগান জোর দিয়ে বলেন যে, ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের চলমান সমর্থন অব্যাহত থাকবে। শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি গাজার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতি জোর দেন। এসময় ফিলিস্তিনিদের জন্য তার সংবেদনশীলতা এবং সমর্থনের জন্য মাহমুদ আব্বাস এরদোগানকে ধন্যবাদ জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বুধবার কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের পর এই দুই নেতার মধ্যে টেলিফোন আলাপ হলো। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি জেরুজালেমের পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকার জন্য আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সঙ্গে কথা বলেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে একটি জরুরি বৈঠকের জন্য শীর্ষস্থানীয় ফিলিস্তিনি কূটনীতিকরা আরব লীগের প্রধান আহমেদ আবুল-গেইত ও ওআইসি'র মহাসচিব ইউসেফ আল-ওথাইমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরদিকে, বিদেশে সম্পদ সরানো নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের বক্তব্যের পর গত সোমবার মার্কিন ডলারের বিপরীতে তুর্কি লিরার মান বৃদ্ধি পেয়েছে। বিদেশে মূলধন সরানোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য তিনি কোনো আদেশ দেননি বলে ঘোষণা দেয়ার পর ডলারের বিপরীতে লিরার এই উন্নতি ঘটে। এরদোগান বলেন, বিনিয়োগের উদ্দেশ্যে কেউ যদি বিদেশে সম্পদ স্থানান্তর করে বা যারা রপ্তানির সুযোগ খুঁজছে কিংবা বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই। তিনি বলেন, আমি যে বিষয়ে কথা বলছি তা হল, আমাদের দেশের ওপর অন্যান্য আক্রমণের পাশাপাশি যখন আমাদের অর্থনীতিকে চাপের অধীনে রাখার চেষ্টা করা হয়, তখন আমাদের ব্যবসায়ীদের একটি দেশপ্রেমী মনোভাব দেখানো উচিৎ। এর আগে এক বক্তব্যে বিদেশে সম্পদ সরানোর বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়ার পর এরদোগানের পক্ষ থেকে নতুন করে এই বক্তব্য এলো। বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স।



 

Show all comments
  • মোঃ আকবার আলী ৫ ডিসেম্বর, ২০১৭, ৯:৪৬ পিএম says : 0
    হে অাল্লাহ তুমি ইসলামের জন্য তাকে কবুল করুন। এবং ইজরাইল জেন জেরুঝালেম ছাড়তে বাদ্য হন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ