Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০৯ পিএম | আপডেট : ১২:১৮ পিএম, ২ ডিসেম্বর, ২০১৭

নরসিংদীর রায়পুরার দরিহাইরমারা গ্রামে ডাকাতির সময় গ্রামবাসীর পিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তাঁর বাড়ি হাইরমারা ইউনিয়নের বীরকান্দি গ্রামে।

গ্রাসবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে চার থেকে পাঁচজনের একটি দল দরিহাইরমারা গ্রামে ডাকাতি করতে যায়। আতঙ্কে ওই এলাকার লোকজন চিৎকার করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে প্রতিরোধ করে। ডাকাতদের মুখ মুখোশে ঢাকা ছিল। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা পালিয়ে যেতে পারলেও জাকির হোসেন পালাতে পারেননি। গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। তিনি বলেন, জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত নিহত

১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ