মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী সম্পর্ক চায় মস্কো। বেসরকারি সংগঠন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের এক সংবর্ধনা অনুষ্ঠানে গত বৃহস্পতিবার ওয়াশিংটনস্থ রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ একথা বলেন। রুশ কূটনীতিক দুঃখ প্রকাশ করেন যে, কোন কারণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তবমুখী ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে প্রস্তুত। রাশিয়ার এই রাষ্ট্রদূত বর্তমানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সফরে আছেন। এখানে তিনি তিন ডিসেম্বর পর্যন্ত থাকবেন। এখানে তিনি রাশিয়ার নাগরিক, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও তিনি সানফ্রান্সিসকোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন, রাশিয়ার কূটনৈতিক কেন্দ্রগুলো ও ফোর্ট রোস পরিদর্শন করবেন। ফোর্ট রোস রাশিয়ার সাবেক উপনিবেশ ও সুরক্ষিত দুর্গ। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থাপনা ও ক্যালিফোর্নিয়ার স্টেট হিস্টোরিক পার্ক। অপর এক খবরে বলা হয়, রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যুক্তরাষ্ট্রের আহŸান প্রত্যাখ্যান করেছে। গত বুধবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ আহŸান জানিয়েছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেলারুশের রাজধানী মিনস্কে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমরা একে সংকট নিরসনের ক্ষেত্রে নেতিবাচক হিসেবেই দেখছি। যুক্তরাষ্ট্র বাববার পিয়ংইয়ংকে উস্কে দেয়ার চেষ্টা করছে। এতে ইতিবাচক ফল টাওয়া যাবে না। আমরা বারবারই দেখেছি যে অবরোধের চাপ খুব একটা কার্যকর হয়নি। উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে সারা বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার দায়ে অভিযুক্ত করে সংকটের সমাধান করা যাবে না বরং এর ফলে পরিস্থিতি আরো খারাপ হবে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ঘোষণা করেন, তিনি সন্ত্রাসবাদে সমর্থনকারী দেশগুলোর তালিকায় উত্তর কোরিয়ার নাম অন্তর্ভুক্ত করেছেন। তার এ ঘোষণার পর পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। উত্তর কোরিয়া মার্কিন সরকারের এ পদক্ষেপকে উস্কানিমূলক ও লজ্জাজনক বলে অভিহিত করেছে। ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত রাখতেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোরিয়া উপদ্বীপে সা¤প্রতিক সময়ে উত্তেজনা বেড়ে যাওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছে। ওই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে উত্তর কোরিয়াকে সামরিক খাতে ব্যয় বাড়াতে উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। একইসঙ্গে উত্তর কোরিয়াকে গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালাতেও নিষেধ করছে মার্কিন সরকার। কিন্তু উত্তর কোরিয়া বরাবরই বলে এসেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি বন্ধ না হলে নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি স্থগিত করবে না পিয়ংইয়ং। তাস,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।