Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্র্যাড পিটের উপলব্ধি : জেনিফার অ্যানিস্টনের সঙ্গে ছাড়াছাড়ি ঠিক হয়নি

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্র্যাড পিট-জেনিফার অ্যানিস্টনকে তাদের রোমান্স আর বৈবাহিক অবস্থায় পাওয়ার কাপল বলা হত। কিন্তু ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময় ব্র্যাড সহাভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির প্রেমে পড়েন, আর তাতে জেনিফারের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় আর নতুন এই প্রেমিক-প্রেমিকা হলিউডে পরিচিত হন ব্র্যাঞ্জেলিনা নামে।
দীর্ঘ একসঙ্গে থাকার পর অ্যাঞ্জেলিনা আর ব্র্যাড বিয়েও করেন। নিজেদের আর দত্তক মিলিয়ে তারা হন ৬ সন্তানের বাবা-মা। তারপর ২০১৬তে তাদের ছাড়াছাড়ি। ব্র্যাড সর্বশেষ থেরাপিস্ট বা মনস্তাত্তি¡কের শরণাপন্ন হন এবং উপলব্ধি করেন তার জন্য জেনিফারই সঠিক ছিলেন এবং তাকে ছেড়ে অ্যাঞ্জেলিনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তার ঠিক হয়নি।
এক সূত্র জানিয়েছে ব্র্যাড অনুধাবন করেছেন অ্যাঞ্জেলিনার জন্য জেনিফারকে ছাড়া তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি যখন যখন আর জেনকে ভালবাসেন না তখনই তিনি মনো হরছেন তাকে তিনি এখন কত ভালবাসেন। তিনি বন্ধুদের বলছেন, এখন তার কাছে সব স্পষ্ট। দু’বছর আগে জেনিফার জাস্টিন থেরুকে বিয়ে করেন। তার দাম্পত্য জীবনে ব্র্যাড হস্তক্ষেপ করবেন না, তবে জেনই তার প্রেম তা তিনি বুঝেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম

২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ