মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্নীতির অভিযোগে আটক হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর মুক্তি পেয়েছেন সউদী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ। কর্তৃপক্ষের সঙ্গে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থের গ্রহণযোগ্য সমঝোতায় সম্মত হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন সউদী কর্মকর্তারা। প্রিন্স মিতেবকে এক সময় সউদী সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হত। ৪ নভেম্বরের সউদী আরবে দুর্নীতি-বিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল; প্রিন্স মিতেব তাদের অন্যতম ছিলেন। প্রিন্স মিতেব ছাড়া আরও তিন ব্যক্তি সউদী সরকারের সঙ্গে সমঝোতা করেছেন বলে বিবিসি জানিয়েছে। বিবিসি জানায়, আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে সউদী সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, “হ্যাঁ, প্রিন্স মিতেব আজ সকালে (মঙ্গলবার) মুক্তি পেয়েছেন।” বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই প্রিন্স মিতেব দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। দুর্নীতি-বিরোধী অভিযানে আটক রাজপরিবারের সদস্যদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ছিলেন তিনি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।