Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মিনিটে মোটর সাইকেল চুরি করে ফয়সাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাপ দিয়ে স্টিয়ারিং ভেঙে সেখান থেকে বের হওয়া তার দিয়ে মোটর সাইকেল চালু করে তাতে চড়ে দ্রæত পালিয়ে যায় সে। এভাবে একটি মোটর সাইকেল চুরি করতে তার সময় লাগে মাত্র দেড় থেকে দুই মিনিট। বেশ কয়েকটি মোটর সাইকেল এই কৌশলে হাওয়া করে দেওয়ার পর পুলিশের হাতে গ্রেফতার হয় মোঃ ফয়সাল (২৩) নামে চোরচক্রের সদস্য। পরে তার দেখানো মতে, দু’টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। ফয়সাল সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকার বাসিন্দা আবদুর রহমানের পুত্র।
ফয়সাল জানায়, রাস্তায় ঘোরাফেরা করার সময় সুবিধাজনক কোনো স্থানে মোটর সাইকেল দেখলে তা চাপ দিয়ে স্টিয়ারিং ভেঙে ফেলে। সেখান থেকে বের হওয়া তার দিয়ে তা চালু করে চালিয়ে চলে যায়। এভাবে একটি মোটর সাইকেল চুরি করতে তাদের মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগে। আগে টার্গেট করে মোটর সাইকেল চুরি করতো তারা। কিন্তু এখন পথ চলতে রাস্তায় মোটর সাইকেল দেখলেই তা হাওয়া করে দেয় তারা।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, গ্রেফতার ফয়সাল মোটর সাইকেল চোর চক্রের সদস্য। আগে থেকে খবর পেয়ে রোববার রাতে কর্ণফুলী শাহ আমনত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি মতে, বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় ফয়সালের সহযোগী টিটুর বাড়ি থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। টিটুর বাড়ি থেকে মোটর সাইকেল উদ্ধার করা হলেও সে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
ওসি প্রণব বলেন, এ চক্রের সাথে রাউজান, ফটিকছড়ি, বোয়ালখালী, হাটহাজারি ও নগরীর কয়েকজন জড়িত আছে। তারা চোরাই মোটর সাইকেলগুলোর পার্টস পাল্টে ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি করে। ফয়সাল পুলিশকে আরও জানান, কয়েকবছর আগে হাটহাজারি উপজেলার খোকন নামে এক ব্যক্তির কাছ থেকে মোটর সাইকেল চুরির প্রশিক্ষণ নেয় সে। তারপর থেকেই পেশাদার মোটর সাইকেল চোর হয়ে ওঠে ফয়সাল। খোকন বর্তমানে সৌদি প্রবাসী বলে দাবি করেছে ফয়সাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ