Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাথীর চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : সাথী আক্তার (২২) অকালে হারিয়ে যেতে বসেছে। তার দুটি ভাল্বও অকেজো হয়ে গেছে। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসা করলে তার ভাল্ব দুটি সচল হবে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য চার লাখ টাকার প্রয়োজন। দরিদ্র মাতা ও স্বামী সাথীর চিকিৎসার জন্য বড় অঙ্কের ব্যয়ভার বহন করতে পারছে না। তাই দানবীর, দয়ালু, বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সাথী ও তার পরিবার। মানুষের আর্থিক সাহায্য পেলে সাথী অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। সাথী আক্তার চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কালা মসজিদ এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের কন্যা। দুই বছর পূর্বে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা গ্রামের মোহাম্মদ রাশেদের সাথে বিয়ে হয় সাথীর। তার বর্তমানে ৪৫ দিনের একটি পুত্র সন্তান রয়েছে। গত ছয় মাস ধরে বুকের ব্যথা দেখা দিলে সাথীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: খোরশেদ আলমের কাছে চিকিৎসা নেন। ডা: খোরশেদ আলমের পরামর্শে তাকে ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করালে সেখানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: সাজেদুল আমিন বারী তাকে চিকিৎসা করেন এবং ১৫ দিন পূর্বে তার ভাল্ব অকেজো হওয়ার বিষয়টি ধরা পড়ে। ডাক্তার জানিয়েছেন, তাকে উন্নত চিকিৎসা করলে ভাল্ব দুটি পুনরায় সচল হবে। এর জন্য প্রয়োজন হবে চার লাখ টাকা। কিন্তু দরিদ্র মাতা ও স্বামী চিকিৎসার চার লাখ টাকার ব্যয়ভার বহন করতে পারছেন না।
তাই বাধ্য হয়ে সমাজের দানশীল ধনবান দয়াবানের নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
লাকি আক্তার
সঞ্চয়ী হিসাব নম্বর-১৮৯৬২৮,
জনতা ব্যাংক
পটিয়া শাখা, চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ