Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীর ছাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাই

দরবার শরিফের তিন দিনব্যপী মাহফিল শুরু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বরিশালে চরমোনাইয়ে অগ্রহায়ন মাসের ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল (রোববার) বাদ জোহর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর ছাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে উদ্বোধনী বয়ানে পীর ছাহেব চরমোনাই নিয়তের পরিশুদ্ধি সম্পর্কে আলোচনা করেন। পীর সাহেব তার বয়ানে বলেন, মাহফিল ময়দানে দুনিয়া লাভের কোনো উদ্দেশ্য নিয়ে কেউ এসে থাকলে তাদের নিয়ত পরিবর্তন করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করতে এ ময়দানে বসতে হবে। কারণ নিয়তের ওপর সকল কাজ নির্ভরশীল। তাই নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, দুনিয়া ক্ষনস্থায়ী। এ দুনিয়াতে বেশী দিন থাকা যাবেনা। একদিন সবাই এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই সময় থাকতে পরকালের স্থায়ী জিন্দেগীর জন্য তৈরী হতে হবে। একদিন আমার দাদা জিবিত ছিল, সে চলে গেছে, আবার বাবা ছিল সেও কিন্তু থাকতে পারে নাই। আজ আমি আছি একদিন আমিও থাকবোনা। সময় থাকতে পরকালের জন্য সবাইকে তৈরী হতে হবে। পীর ছাহেব বলেন, আমাদের এই মাহফিল দুনিয়ার কোনো লাভের জন্য করা হয় না। এটা শুধু আল্লাহর নৈকট্য লাভ ও আল্লাহর পথ থেকে বিরত থাকা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়ার জন্য আয়োজন করা হয়েছে। পীর ছাহেব বলেন, কোরআন হাদিস অনুযায়ী চলার পথই হচ্ছে চরমোনাইর এই তরিকা। আখিরাত ছেড়ে দিয়ে যারা দুনিযার পিছনে দৌড়াবে তারা কুকুরের সমতুল্য। সমস্ত নিয়ামত আল্লাহর। যা ছাড়া এক মহুর্তও চলা যাবে না। দুনিয়ার বাহাদুরি একেবারেই ফাকি। মাকাল ফল দেখতে খুব সুন্দর, ভাঙ্গলে একেবারেই কুৎসিত। এই দুনিয়া আখেরাতের ফসল কামাই করার জায়গা। আখেরাতের জিন্দেগীর সময়ের কোন শেষ নেই। নতুন যারা আসছেন তাদের নিয়াতকে দুনিয়ার উদ্দেশ্য থেকে ঘুড়িয়ে শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করার আহবান জানিয়ে তিনি বলেন, চরমোনাই’র মাঠে আল্লাহর এক বিশেষ বরকত রয়েছে। তিন দিন ব্যাপী এ মাহফিলে অন্যান্যের মধ্যে নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আলহাজ্ব মুফতি সৈয়দ এসহাক মোঃ আবুল খায়ের, আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) ও অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা) বয়ান করবেন। তিনদিন ব্যাপাী চরমোনাইর এ মাহফিলে মুসল্লিদের অবস্থানের জন্য বিশাল সামিয়ানা সহ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। মাহফিলে আগত মুসল্লিদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে নিজস্ব জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধানে ১০০ বেডের একটি অস্থায়ী হাসপাতাল চালু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ