Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ে বিচার শুরু সাবেক অর্থমন্ত্রীর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিম্বাবুয়ের সাবেক অর্থমন্ত্রী ইগনাটিয়াস চোম্বোর বিচার শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার তাকে হারারের একটি আদালতে হাজির করা হয়। গত ১৪ নভেম্বর সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রশাসনের প্রভাবশালী যে কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয় তাদের একজন চোম্বো। প্রায় দুই সপ্তাহ আগে আটক হওয়ার পর এই প্রথম চোম্বোকে জনসম্মুখে দেখা গেল। গাঢ় নীল রঙের স্যুট পরে আদালতে হাজির হয়েছিলেন তিনি। চোম্বোর আইনজীবীর দাবি, আটক অবস্থায় তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। যদিও বাহ্যিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি বলে জানায় রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম্বাবুয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ