Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম লালদীঘি ময়দানে মাইজভান্ডারী মহাসম্মেলন অনুষ্ঠিত

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন চট্টগ্রাম মহানগরের উদ্দ্যোগে ঐতিহাসিক লালদীঘি ময়দান চট্টগ্রামে গতকাল বিকালে হতে মধ্যরাত ব্যাপী ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষ্যে কোরআন সুন্নার আলোকে এক মাইজভান্ডারী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান মেহমান ছিলেন হযরত শাহসুফি মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল-মাইজভান্ডারী (কঃ)’র পৌত্র এবং আলহাজ্ব মাওলানা সৈয়দ শফিউল বশর আল-মাইজভান্ডারীর পুত্র শাহসুফি আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাসানী আল-মাইজভান্ডারী। বিশেষ মেহমান ছিলেন ছৈয়দ নুরুল বশর আল্-মাইজভান্ডারী ছাহেব।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম। প্রফেসর ডঃ মোহাম্মদ সেকান্দর চৌধুরী, ডীন কলা ও মানববিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডঃ জাফর উল্যাহ তালুকদার, আইন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডঃ এ.এস.এম বোরহানউদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ বজল হক, ডেপুটি কন্ট্রোলার অব এক্সজামিনেশন ও নিরাপত্তা প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এম. এয়াকুব আলী, চেয়ারম্যান এয়াকুব গ্রæপ। আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ঢাকা কেন্দ্রিয় কমিটির সভাপতি জনাব আ.ফ.ম জামাল উদ্দিন, সেক্রেটারী জেনারেল আবদুস সালাম সরকার।
আলহাজ্ব মাওলানা নিজামুল হক আল-মাইজভান্ডারীর উপস্থাপনায় অন্যান্য ওলামায়েকেরামগনদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তাখাঁন আল-আজহারী, মাওলানা বশিরুল আলম খতিব মাইজভান্ডার শাহী জামে মসজিদ, মাওলানা মফিজুর রহমান মাইজভান্ডারী, মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী, মাওলানা জাকির হোসেন মাইজভান্ডারী প্রমুখ।
উক্ত মাইজভান্ডারী মহাসম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় লাখো আশেকানে মাইজভান্ডারী বক্তবৃন্দরা ভিন্ন ভিন্ন কাফেলা যোগে উক্ত সম্মেলনে অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি উনার বক্তব্য বলেন, পবিত্র কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। প্রতিটি মুসলমানের নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কালেমা ইত্যাদি এবাদত বন্দেগীর মাধ্যমে রাসুলের প্রেমের মধ্যে দিয়ে সব কিছুই পাওয়া সম্ভব। মায়ানমার সহ বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নর-নারীর জানমাল ও ইজ্জত রক্ষার জন্য মহান রাব্বুল আল-আমিনের দরবারে ফরিয়াদ করা হয় এবং উক্ত সম্মেলনে চট্টগ্রামের সরকারি প্রশাসনের প্রতিটি ডিপার্টমেন্টের কর্মকর্তাগনের সার্বিক সহযোগীতার জন্য আন্তরিক ভাবে দোয়া করা হয়।
পরিশেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মার সার্বিক কল্যান, শান্তি ও ঐক্য কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী, আল-মাইজভান্ডারী কেবলা (মাঃ জিঃ আঃ)।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইজভান্ডারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ