Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাসূল (সা.) আদর্শ বাস্তবায়নেই কল্যাণ রয়েছে : সোনাকান্দা পীর

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ আমির ও কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের পীর মাওলানা মাহমুদুর রহমান বলেছেন, মহান রাব্বুল আলামীন পবিত্র কুরআনে সমাজের অসহায় ও বিপন্ন মানুষকে সাহায্য-সহযোগিতা ও অনুগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ালে আল্লাহপাকের সন্তুুষ্টি লাভ করা যায়। মহানবী (সা.)-এর আদর্শ থেকেও আমরা এই শিক্ষা পাই। রাসূল (সা.)-এর আদর্শকে বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ রয়েছে। গতকাল রাতে ঢাকার ডেমরার ঐতিহাসিক দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা ময়দানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে তিনদিন ব্যাপী সমাপনী ওয়াজ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে সোনাকান্দা পীর ছাহেব মাওলানা মাহমুদুর রহমান একথা বলেন। মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ মো: রহম আলী’র সভাপতিত্বে এতে আরো ওয়াজ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক, মাওলানা মুহাম্মদ ওসমান গনি সালেহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো: আলমগীর কবির মজুমদার।
সোনাকান্দা পীর ছাহেব আরো বলেন, ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারনে সরলমনা মানুষ প্রতি নিয়ত প্রতারিত হচ্ছে এ অবস্থা চলতে থাকলে একদিকে যেমন সামাজিক শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্য-হৃদ্যতা বিঘিœত হয় । তিনি ঘরে ঘরে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসূল (সা.)

১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ