Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনের অর্থনীতি মন্থর থাকবে আগামী ৫ বছর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রেক্সিট-পরবর্তী অনিশ্চয়তা ও দুর্বল উৎপাদনশীলতার কারণে আগামী পাঁচ বছরে ব্রিটেনের অর্থনীতি ধীরগতির থাকবে। ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এ আশঙ্কার কথা জানান। বার্ষিক বাজেট পূর্বাভাসে ফিলিপ হ্যামন্ড আগামী পাঁচ বছরে মোট দেশীয় উৎপাদন (জিডিপি) কত হারে বাড়বে, তার পূর্বাভাস দেন। চলতি বছরে জিডিপি ১ দশমিক ৫ শতাঙ্ক বাড়বে বলে পূর্বাভাস করা হয়েছে। ২০১৮ সালের জন্য ১ দশমিক ৪ শতাঙ্ক এবং ২০১৯ ও ২০২০ সালে সেটা ১ দশমিক ৩ শতাঙ্ক বাড়ার পূর্বাভাস করা হয়েছে। ২০২১ সালে জিডিপি আবার ১ দশমিক ৫ শতাঙ্ক বাড়তে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০০ কোটি পাউন্ড (৪০০ কোটি ডলার) প্রস্তুত রাখার কথা ব্রিটিশ পার্লামেন্টকে জানান অর্থমন্ত্রী। গত বুধবার তিনি জানান, প্রয়োজনে আমাদের আরো অর্থ বরাদ্দ করতে হতে পারে। এরই মধ্যে ব্রিটেন ৭০ কোটি পাউন্ড বরাদ্দ করেছে। ব্রেক্সিট-পরবর্তী কিছু সঙ্কট দেখা দিলেও ব্রিটেনের অর্থনীতি বাড়ছে বলে জানান ফিলিপ হ্যামন্ড। ১৯৭৫ সালের পর দেশটির বেকারত্ব সর্বনিম্নে পৌঁছেছে। ব্রিটেনের পার্লামেন্টে অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ অর্থনীতি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে এবং কর্মসংস্থান সৃষ্টির ধারাও অব্যাহত রয়েছে।
২০১৯ সালের মার্চে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্তাবের বিষয়ে বলতে গিয়ে ফিলিপ হ্যামন্ড বলেন, ইইউর সঙ্গে আমাদের ভবিষ্যত্ সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা অত্যন্ত তাত্পর্যপূর্ণ ধাপ পার করছে। ইউরোপের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে, সে সম্পর্কে ইঙ্গিত করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আমাদের ইউরোপীয় প্রতিবেশীদের সঙ্গে নতুন পথ ঠিক করে নেবে অর্থনীতি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ