Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভাঙ্কার সফরে শতকোটি টাকা বরাদ্দ ভারতের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ভারত সফরে আসছেন আগামী সপ্তাহে। শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইভাঙ্কাকে অভিবাদন জানানোর জন্য। তাকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানাতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে তেলেঙ্গানা সরকার। হায়দরাবাদে বিশ্ব বাণিজ্যিক সম্মেলনে অংশ নেবেন তিনি। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে সম্মেলন। সারা দুনিয়া থেকে এক হাজার দু’শ’ ব্যবসায়ী সেখানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেবেন সম্মেলনে। ইভাঙ্কাকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যার উপর চড়বেন স্বয়ং ইভাঙ্কা। আর এই ঘোড়ায় চড়ে তিনি আসবেন নৈশ ভোজে যোগ দিতে। নিজাম যুগের ঘোড়ার গাড়ির আদলে সাজানো হচ্ছে এসব গাড়ি। তাজ ফলকনামা প্যালেস হোটেলে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদি। তাই সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীকে রাখা হচ্ছে। হাইটেক শহরের সৌন্দর্য বর্ধনে ব্যস্ত তেলেঙ্গানা সরকার। হায়দরাবাদ পৌরসভার রাস্তার দু’পাশের সমস্ত পাথর সরিয়ে টাইলস বসানো হচ্ছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ