Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিশার খোঁজে সিলেট-চিটাগং

রুমু, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট সিক্সার্স নিজেদের মাঠে বিপিএল শুরুটা ছিল বেশ দুর্দান্ত। টানা তিন ম্যাচ জিতে অংশগ্রহণকারী দলগুলোকে তাক লাগিয়ে দিয়েছিল। নিজেদের মাঠে হ্যাটট্রিক জয়ের পর ঢাকার মাঠে হয়েছে হ্যাটট্রিক পরাজয়। এখানে পায়নি কুলকিনারা। এ দলটি ভাগ্য ফেরাতে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। আর সে ভাগ্য মিশনে নাসির-সাব্বিরের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস। জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে আগামীকাল দল দু’টি একে অপরের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করবে। এদিকে সিলেট সিক্সার্স গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে তিন ঘণ্টা অনুশীলন করেছে। এটি তাদের ঐচ্ছিক অনুশীলন থাকায় নাসির-সাব্বিররা ছিল অনুপস্থিত। অনুশীলন শেষে দলের কোচ জাফরুল এহসান বলেছেন, ‘প্রথমেই আমাদের টার্গেট হচ্ছে শেষ চারে। সুতরাং অংশগ্রহণকারী দলগুলোকে আমরা সমীহ করি। ঢাকা পর্বে আমরা হেরেছি অনেকটা ক্লোজ ম্যাচে। সেখানে যে ভুলত্রæটিগুলো ছিল তা শুধরিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে। দলে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তারা তাদের মেধা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জয়ের দেখা আমরা পাবো।’
চিটাগং ভাইকিংস প্রথম দল হিসেবে কয়েকদিন আগেই চলে এসেছে চট্টগ্রামে। এ দলটি প্রতিদ্ব›িদ্বতায় থাকতে হলে জয়ের বিকল্প নেই। তাও আবার একাধিক ম্যাচে তাদের জিততে হবে। তাই প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস দল কেমন জানতে চাইলে কোচ জাফরুল এহসান বলেন, ‘এ দলটি ভাল। হোমগ্রাউন্ডে তারা চারটি ম্যাচ খেলবে। দর্শকদের বেশ সাপোর্ট পাবো। সেই সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টে ফিরতে চাই। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই শুরু করতে চাই সেই মিশন।’
সে লক্ষ্যে গত তিনদিন চিটাগং ভাইকিংস মাঠে অনুশীলন করলেও গতকাল অনুশীলন থেকে বিরত ছিল। শুধু জিম ও সুইমিং করেছে এ দলটি।
এর আগে একই মাঠে দুপুর আড়াইটায় উড়ন্ত খুলনার মুখোমুখি হবে গেইল-মাশরাফির রংপুর রাইডার্স। এরই মধ্যে চট্টগ্রামে পা দিয়েছে বিপিএলে সবক’টি দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিটাগং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ