নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপিএলে গত আসরে পেসারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন আবু জায়েদ রাহী। খুলনা টাইটান্সের জার্সিতে ১২ ম্যাচে পেয়েছিলেন ১৮ উইকেট। এবার জার্সি পাল্টে ডানহাতি পেসার এখন চিটাগং ভাইকিংসে। বন্দরনগরীর দলটি নিজেদের প্রথম ম্যাচে হারায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। দলের জয়ে অবদান রাখেন এ পেসার। ৪ ওভার বোলিংয়ে ৩০ রানে নেন রাইলি রুশোর উইকেট। প্রথম দুই আসরে চিটাগং ভালো ফল পায়নি। এবার ভালো কিছু করতে চায় দলটি। রাহীর বিশ্বাস, দলগত পারফরম্যান্সে এবার অন্তত ফাইনাল খেলবে চিটাগং ভাইকিংস। সে লক্ষ্যে আজ দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স।
কাগজে-কলমে শক্তিশালী দল না হলেও রংপুরকে হারিয়ে চমক দিয়েছিল চিটাগং। দলে বড় কোনো তারকা নেই। নেই একহাতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে দলগত পারফরম্যান্সে চিটাগং নিজেদের উপস্থিতি জানান দিয়েছে ভালোভাবেই। প্রথম ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানালেন পেসার রাহী, ‘দলের ক্রিকেটারদের প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে। প্রথমে যখন দল গোছানো হয়েছিল তখন মনে হয়েছিল দল ওতটা ভারসাম্যপূর্ণ না। কিন্ত প্রথম ম্যাচ জয়ের পর মনে হচ্ছে দলে অনেক ভারসাম্য আছে এবং প্রথম ম্যাচ জয়ের পর আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে।’
প্রথম ম্যাচে জয় পেলেও চিটাগংয়ের প্রথম ম্যাচে ব্যাটিং ভালো হয়নি। ৯৯ রান তাড়া করে জয় পেতে ৭ উইকেট হারায় তারা। ব্যাটিংয়ের শুরুটা খারাপ হলেও ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখছেন রাহী, ‘আমাদের দুই তিন জন ক্রিকেটার আছে যারা একাই অনেক কিছু করতে পারে। যেমন মুশফিক ভাই আছেন, উনি অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ একাই জিতিয়েছেন। তাই ওনার ওপর আমাদের আশা আছে। মোহাম্মদ শাহজাদ আছে, ও যদি ওর মতো খেলতে পারে তাহলে ভালো হবে। আবার সিকান্দার রাজা আছেন, উনি ভালো একজন ব্যাটসম্যান। উনারা যদি ভালো কিছু করতে পারে তাহলে আমরা অবশ্যই বড় স্কোর করতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।