Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে ট্রাক বোমা হামলায় নিহত ৩২

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইরাকের উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতু শহরে এক শক্তিশালী ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। কিরকুক প্রদেশের শিয়া অধ্যুষিত শহরটির একটি ব্যস্ত মার্কেটে গত মঙ্গলবার এই হামলা চালানো হয়। শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, এই হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তারা বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামলায় নিহতদের মধ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য রয়েছেন। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) কথিত খিলাফতের অবসান হওয়ার পর এই হামলা চালানো হলো। গত শুক্রবার ইরাকের সেনাবাহিনী দেশটির সিরিয়া সীমান্তবর্তী রাওয়া শহরের দখল নেয়। ইরাকে এই শহরটি ছিলো আইএসের সর্বশেষ আশ্রয়স্থল। এর দুইদিন পর সিরিয়ার সেনাবাহিনী দেশটির আলবু কামাল শহর পুনর্দখল করে। সিরিয়ায় আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল এই আলবু কামাল। ইরাক ও সিরিয়ার ওই দুই শহর পুনরুদ্ধারের ফলে মধ্যপ্রাচ্যে আইএসের সমাপ্তি ঘটলো। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে কথিত খেলাফত ঘোষণা করেছিল এই জঙ্গি গোষ্ঠী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ