Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ছাত্রী অপহরণ, উদ্ধারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:৫৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে দশম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনার দুই দিনেও উদ্ধার হয়নি। মামলা তুলে নিতে অপহরণকারীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সেইসাথে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। মঙ্গলবার সকালে মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অপহৃত ছাত্রীর বাবা শহীদ সিদ্দিকী এই অভিযোগ করেন। অপহৃত ওই ছাত্রীর বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।
শহিদ সিদ্দিকী সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, তার মেয়ে ইসরাত জাহান সাদিয়া মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়ে স্কুলে যাওয়া আসার পথে মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আকতার হোসেনের ছেলে কাওসার আহমেদ জিএম প্রায়ই বিরক্ত করত এবং নানা রকম কুপ্রস্তাব দিত। কাওসার বর্তমানে মির্জাপুরে ভাড়া বাসায় থাকে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে তুলে নেওয়ার হুমকিও দেয় কাওসার।
১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদিয়া বাড়ির পাশেই তার চাচার বাড়ি যাচ্ছিল। তখনই কাওসার এবং তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে সাদিয়াকে অপহরণ করে তুলে নিয়ে যায়। সাদিয়ার আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলেও তাকে উদ্ধার করতে পারেনি।
এই ঘটনায় সাদিয়ার বাবা শহিদ সিদ্দিকী বাদী হয়ে ওইদিনই মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২৬, তারিখ ২০-১১-২০১৭ ইং।
এদিকে মামলা তুলে নিতে কাওসার এবং তার সহযোগীরা অজ্ঞাত স্থান থেকে শহীদ সিদ্দিকীকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে তার ছোট মেয়েকেও তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এদিকে অপহরণের পর দুই দিন অতিবাহিত হলেও মেয়েকে উদ্ধার ও অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে ছাত্রীর বাবা শহীদ সিদ্দিকী অভিযোগ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই মামলার ব্যাপারে পুলিশের কোন গাফিলতি নেই। ১৯ তারিখে মৌখিক অভিযোগের ভিত্তিতেই একাধিক স্থানে অভিযান চালানো হয়। ২০ তারিখে লিখিত অভিযোগের পর মোবাইল ট্র্যাকিং করে পুনরায় অভিযান চালানো হয়। মেয়েটিকে উদ্ধারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।



 

Show all comments
  • মাহাবুব ২৮ মার্চ, ২০১৮, ২:৩৬ পিএম says : 0
    আইন যখন কোন ব্যক্তিভোগ্য হয়ে উঠে তখন এমনিতে আইনের প্রতি মানুসের শ্রদ্ধা উঠে যায় যার শেষটা কারও অজানা নয়। এসব ঘটনা দেখতে মামুলি হলে ও কতটা যে অমানবিক তা বলে বোঝানো যাবে না। সরকারের উচিৎ এসব অপরাধীদের এমন শাস্তিদানের ব্যাবস্থা করা যাতে ভবিষ্যৎ এ কেউ করার সাহস না পায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ