Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ২৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদীতে অবস্থানকারী অবৈধ অভিবাসীদের আটক করে দেশটির পুলিশ। অভিবাসী ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে সউদী আরবে তিন দিনে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানায়। এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম সউদী গেজেট জানায়, ১৫ হাজার ৭০২ জনকে অভিবাসী আইনে, তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইনে ও চার হাজার ৩৫৩ জনকে শ্রমিক আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এরা কোন দেশের নাগরিক, তা বলা হয়নি। ২৪ হাজার জনের মধ্যে ৪২ শতাংশ মক্কা থেকে, ১৯ শতাংশ রিয়াদ, ১১ শতাংশ আসির, ৬ শতাংশ জাজান ও ৫ শতাংশ দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরো ৩৯৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সউদীতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আট হাজার ৪৩৩ জনকে সউদী আরবের প্রবাসী দপ্তরে রাখা হয়েছে। তাদের মধ্যে সাত হাজার ৪৯১ জন পুরুষ ও ৯৪২ জন নারী রয়েছে। সউদী গেজেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ