মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আধুনিক তুরস্কের স্থপতি মুস্তফা কামাল আতাতুর্ক পাশা এবং তার নাম ন্যাটোর 'শত্রু তালিকায়' আনার প্রতিবাদে ন্যাটোর একটি সামরিক মহড়া থেকে কয়েক ডজন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তুরস্ক।
শুক্রবার নরওয়েতে অবস্থানকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ন্যাটোর একটি সামরিক মহড়া থেকে কয়েক ডজন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।
শীর্ষ তুর্কি নেতাদের 'শত্রু' হিসেবে অভিহিত করায় তিনি এ ঘোষণা দেন।
সেখানকার এক টেলিভিশন বক্তৃতায় এরদোয়ান বলেন, সম্প্রতি তুরস্কের স্থপতি মুস্তফা কামাল আতাতুর্ক পাশা এবং তার নাম ন্যাটোর 'শত্রু তালিকায়' আনার প্রতিবাদে তার দেশের ৪০টি সেনাদলকে সামরিক মহড়া থেকে সরে আসার আদেশ দিয়েছেন তিনি। এতে ভীষণ অপমানিত বোধ করছেন।
এদিকে এ ঘটনায় ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেমস স্টলটেনবার্গ ক্ষমা চেয়েছেন। তার দাবি, এক বিপথগামী ন্যাটো সদস্য সবার অজান্তে হঠাৎ কামাল পাশা এবং এরদোয়ানের ছবি ব্যবহার করে এমন অপ্রীতিকর কাজটি করেছেন। এর দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।