Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১১:২৮ এএম

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লারখনি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বিপ্লব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। এ সময় ট্রেনটি বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে পৌঁছালে আটকেপড়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে এক কাভার্ডভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও একজন।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ