Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে নবজাতকের লাশ ডাস্টবিনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১১:২৩ এএম

রাজধানীর পল্টন এলাকার টুইন টাওয়ারের পাশে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে টাওয়ারের পাশের ডাস্টবিনে নবজাতকটি পড়ে ছিল।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতকের গায়ে কোনো পোশাক ছিল না। মেয়ে নবজাতকটির গলায় আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত হবে। এ জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

স্টাফ রিপোর্টার
রাজধানীতে নবজাতকের লাশ ডাস্টবিনে
রাজধানীর পল্টন এলাকার টুইন টাওয়ারের পাশে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে টাওয়ারের পাশের ডাস্টবিনে নবজাতকটি পড়ে ছিল।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতকের গায়ে কোনো পোশাক ছিল না। মেয়ে নবজাতকটির গলায় আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত হবে। এ জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
 
স্টাফ রিপোর্টার
অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে খালেদা
জিয়া ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পরে তিনি রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতে যান। এ নিয়ে পঞ্চম দিনের মতো তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেবেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।
এ মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
 
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লারখনি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বিপ্লব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। এ সময় ট্রেনটি বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে পৌঁছালে আটকেপড়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে এক কাভার্ডভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও একজন।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 
নওগাঁ জেলা সংবাদদাতা
নওগাঁয় অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেএমবি আটক
নওগাঁ জেলার আত্রাই উপজেলার নওদুলি গ্রামে অভিযান চালিয়ে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নওদুলি গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির গোলাবারুদ উদ্ধার করা হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতকের লাশ

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ