Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-বেলঘরিয়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন।

খবর পেয়ে মহাদেবপুর নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে, দুই/একদিন আগে লাশটি ফেলে রাখা হয়।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ওসি আজম উদ্দিন আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ