Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কক্সবাজারের পেকুয়ায় রাস্তায় পলিব্যাগ মোড়ানো নবজাতকের লাশ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৬:০১ পিএম | আপডেট : ৬:০২ পিএম, ৪ এপ্রিল, ২০২০

কক্সবাজারের পেকুয়ায় পলিব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টইটংয়ের দরগা মোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাষন্ড নারী পুরুষের অবৈধ কর্মের কারণে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতককে মেরে ফেলা হয়েছে বলে তার ধারণা।

তারপর সবার অগোচরে পলিব্যাগে ভর্তি করে রাস্তার ধারে রেখে আসে। তিনি বলেন আর কেউ না দেখুন মহান আল্লাহ অবশ্যই নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে তাদের বিচার করবেন।

ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা নবজাতকের লাশের কথা মৌখিকভাবে জানিয়েছেন। পরে শুনি তা অজ্ঞাত হিসাবে দাফন করা হয়েছে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম এবিষয়ে কেউ অবগত করেনি বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতকের লাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ