Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমেক হাসপাতালের নালায় ২ নবজাতকের লাশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশের নালা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নালা পরিষ্কারের সময় নবজাতকদের লাশ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা। পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লাশ নালায় পড়েছিল, আরেকটি পাশে ছিল। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

চমেক হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম অবশ্য বলেছেন, দেখতে দুটি মনে হলেও অপরিণত একটি বাচ্চা পাওয়া গেছে। চমেক পুলিশ ফাঁড়ির এসআই আশিক বলেন, দুটি বাচ্চা আমরা পেয়েছি। দুটিই প্রি-ম্যাচিউরড বেবি। এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় নির্ধারিত সময়ের আগে মৃত বাচ্চা প্রসব হয়। এটাও সেরকমই হবে। তবে কারা ফেলে গেছে, সেটা আমরা খতিয়ে দেখব। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতকের লাশ

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ