Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবে মুগ্ধ নারাইন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শহিদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, সুনীল নারাইন আর সাকিব আল হাসান- ঢাকা ডায়নামাইটস দল যেন তারার মেলা। দলটির অন্যতম ভরসা ক্যারিবীয়ান ঘূর্ণির জাদুকর নারাইন শুধু বিপিএলেই কেন, বিশ্ব ক্রিকেটেরই বড় নাম। প্রায় সারা বছরই ব্যস্ত থাকেন একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে। ক্রিকেটের এই ফেরিওয়ালা এবার এসেছেন ঢাকার হয়ে বিপিএল মাতাতে। নিজেদের গত ম্যাচেই সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ১০ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে প্রথম স্পিনার হিসেবে পূর্ণ করেছেন ৩০০তম উইকেটের মাইলফলক। সর্বোচ্চ উইকেট-শিকারিদের তালিকায় অবশ্য তাঁর অবস্থান তৃতীয়। তবে স্পিনার হিসেবে এমন কীর্তিতে তিনিই প্রথম। নিজের এই অর্জন নিয়ে খুব একটা উচ্ছ¡সিত মনে হলো না নারাইনকে, ‘ক্রিকেটে আপনি সব সময়ই ভালো করতে চাইবেন। ভালো কিছু করা মানে হচ্ছে আপনি ক্রিকেট নিয়ে কাজ করছেন, এটাতেই মনোযোগ দিচ্ছেন। আশা করি, ভবিষ্যতে এমন আরও কিছু অর্জন হবে। আমি ধাপে ধাপে, ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’ উল্টো নিজেই বহু দলকে নেতৃত্ব দেয়া নারাইন মুগ্ধ সাকিবের অধিনায়কত্বে!
তাঁর নেতৃত্বে গত বিপিএলে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। এবার শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত গতিতে এগোচ্ছে সাকিবের ঢাকা। সিলেট সিক্সার্সের কাছে উদ্বোধনী ম্যাচটা হারের পর টানা দুই জয়। তারকায় ঠাসা ঢাকাকে নেতৃত্ব দেওয়া সাকিবের জন্য নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কীভাবে উতরে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার? সাকিবের নেতৃত্বের দারুণ কিছু বিশেষত্ব চোখে পড়েছে ক্যারিবিয়ান স্পিনারের, ‘তারকায় ভরা একটি দলকে নেতৃত্ব দেওয়াটা চ্যালেঞ্জিং। অধিনায়ক হিসেবে সে খুব ভালো করছে। সে সবাইকে নিজের মত খেলতে দেয়, শক্তির জায়গাটা ধরে রাখছে অনুপ্রেরণা জোগায়। সে বেশ রিল্যাক্সড অধিনায়ক, ক্রিকেটারদের সেরাটা বের করে আনে।’
নারাইন ও সাকিব ছাড়াও স্পিন আক্রমণে আছেন অভিজ্ঞ শহিদ আফ্রিদি। সবশেষ ম্যাচে আফ্রিদি ও নারাইন ছিলেন দুর্বোধ্য। পেস আক্রমণে আবু হায়দার রনি পারফর্ম করছেন দারুণ। সব মিলিয়ে অসাধারণ বোলিং আক্রমণ। এত পারফরমার থাকলে কাজটা অনেক সময় যেমন সহজ, মাঝেমধ্যে কঠিনও। সবাই তো উইকেট শিকারি! অনেক সময় তাল মেলানো কঠিন। তবে ইতিবাচক দিকটাই বেশি দেখছেন নারাইন, ‘আমাদের যে ধরণের মানসম্পন্ন বোলার আছে, তাতে কাজটা সহজ। একজন-দুজনের ওপর নির্ভর করতে হয় না। দলীয় প্রচেষ্টা থাকে। আমি সফল না হলে অন্যরা দলের জন্য ঠিকই ভালো করবে।’
আজ দিনের প্রথম ম্যাচে নারাইন-সাকিবদের প্রতিপক্ষ খুলনা টাইটান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ