Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গলে যেতে আগ্রহী এক লাখ তিরিশ হাজারের বেশি ভারতীয়!

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামী বছর মঙ্গল গ্রহে যাওয়ার জন্য গোটা বিশ্বে আবেদনপত্র চেয়েছে নাসা। ১ লাখ তিরিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে ভারত থেকে। গত মাসে নাসা সাধারণ মানুষের জন্য এই আবেদন করার রাস্তা খুলে দিয়েছে। না, নিজে সশরীরে যাওয়ার কথা হচ্ছে না, আগ্রহীরা তাঁদের নাম মঙ্গলে পাঠিয়েছেন এই মিশনের মাধ্যমে। যাঁরা আবেদন করেছেন তাঁরা পেয়েছেন মিশনের অনলাইন বোর্ডিং পাস। সকলের নাম ইলেকট্রিক বিমের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে একটি সিলিকন ওয়েফার মাইক্রোচিপে। এর ফলে মানুষের চুলের হাজারের এক ভাগ ব্যাসে লেখা হতে থাকবে। এই চিপ বরাবর থেকে যাবে মঙ্গলে।
আগামী বছর ৫ মে ইনসাইট মিশনের মাধ্যমে লাল গ্রহে রওনা দেবে এই চিপ। গোটা বিশ্ব থেকে এই মঙ্গলে নাম রেখে আসার প্রকল্পে আবেদন জমা পড়েছে ২,৪২৯,৮০৭টি। সব থেকে বেশি আবেদন এসেছে আমেরিকা থেকে, ৬,৭৬,৭৭৩টি। তারপর চিন- ২,৬২,৭৫২। তৃতীয় স্থানে ভারত। এখান থেকে আবেদনপত্র জমা পড়েছে ১,৩৮,৮৯৯টি।
প্রকল্পটির নাম সেন্ড ইওর নেম টু মার্স। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ