Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাসে স্বর্ণের বার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ৩:৩৯ পিএম

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস (আন্ডারওয়্যার) থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের বারের মোট ওজন ১১৬০ গ্রাম। এই স্বর্ণ ১ জন যাত্রীর অন্তর্বাসে লুকায়িত ছিল।
গ্রেফতার করা ঐ যাত্রীর নাম মো. আব্দুল মোনায়েম। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে, বোর্ডিং পাশ নং : ৯৯৭৫৭৭৩৪২৮৪০৮ঈ১, সকাল ১১টায় ইএ০১২২ যোগে চট্টগ্রাম হতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তার পরিহিত অন্তর্বাস থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে যে আকাশপথে মাস্কাট থেকে আগত কোন যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে। তার কাছ থেকে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণের বার

২০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ