বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। তবে, এসময় কোন চোরাকারবারীকে আটক করছে পারেনি তারা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদের নেতৃত্বে একটি টহল দল বৈকারী বিওপির আওতাধীন ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি (বড়-১৪টি ও ছোট-০৫টি) স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়। যার মূল্য ১ কোটি ৪৪ লক্ষ ৩৯ হাজার ৪০০ টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।