Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৪:৫৬ পিএম

বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী (বালুন্ডা) জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণেরবারসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

আটক পাচারকারী বেনাপোলের পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার (২ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে।

এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটালিয়নের লে: কর্ণেল তানভীর আহম্মেদ (পিএসসি) জানান, গোপন খবরে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন (১ কেজি ১০৮ গ্রাম)। যার আনুমানিক সিজার মূল্য- ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

জব্দকৃত স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হেয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণের বার

২০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ