Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকার পাকা রাস্তার ওপর থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আকবার আলী জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহতল্লাশি করে প্যান্টের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১০টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এব্যাপারে তাকে সোনারবার সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ