Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরীদের সুরক্ষায় বাঙ্কার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি আজ (শুক্রবার) কম্যুনিটি বাঙ্কার নির্মাণের তহবিল অনুমোদন করেছেন। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তের সাধারণ মানুষের সুরক্ষার জন্য এ জাতীয় বাঙ্কার নির্মাণ করা হবে। আব্বাসি বলেন, কাশ্মিরবাসীদের ন্যায়ের সংগ্রামের প্রতি কূটনৈতিক, রাজনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান। এলওসির চিরিকোট সেক্টর পরির্দশনকালে এ কথা বলেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। এ ছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রীও তাদের সঙ্গ দেন। ভারত সংলগ্ন সীমান্তে অব্যাহত হুমকি থাকা সত্তে¡ও শান্তি পুনঃ প্রতিষ্ঠাকে পাকিস্তানের বড় সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে অন্যকোনো সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর তুলনাও চলেনা বলে জানান শাহীদ খাকান আব্বাসি। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ