Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপানে দেউলিয়াত্বের সংখ্যা ক্রমশ বাড়ছে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলতি বছরের অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মতো জাপানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দেউলিয়া ঘোষণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত মাসে দেশটিতে মোট ৭৩৩টি কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে। বৃহস্পতিবার প্রকাশিত টোকিও সোকো রিসার্চ লিমিটেডের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠানটির জরিপ অনুসারে, এক বছর আগের তুলনায় অক্টোবরে কোম্পানির দেউলিয়া হওয়ার সংখ্যা ৭ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অঞ্চলগত দিক দিয়ে পশ্চিম জাপানের কিনকি এলাকায় মোট ১৯০টি কোম্পানি দেউলিয়া হয়ে পড়েছে, যা এক বছর আগের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি এবং এ নিয়ে টানা চার মাস অঞ্চলটিতে কোম্পানির দেউলিয়া হওয়ার সংখ্যা বৃদ্ধি পেল। এছাড়া মধ্য জাপানের চুবু, পশ্চিম জাপানের চুগোকু, শিকোকু এবং দক্ষিণ-পশ্চিম জাপানের কাইসু অঞ্চলেও দেউলিয়াত্বের ঘটনা বাড়তে দেখা গেছে। তবে হোক্কাইডো প্রদেশ, কান্তো ও তোহোকু অঞ্চলে কোম্পানির দেউলিয়া হওয়ার সংখ্যা হ্রাস পেয়েছে বলে জরিপে দেখা গেছে। জাপানের সেবা শিল্পে মোট ২১৫টি দেউলিয়ার ঘটনা ঘটেছে, যা অন্যান্য শিল্প খাতের মধ্যে সর্বোচ্চ। খাতটিতে এ নিয়ে টানা আট মাস দেউলিয়ার ঘটনা বাড়তে দেখা গেল। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ